ব্র্যাকের শিখা প্রকল্পের উদ্যোগে অংশীজনদের সুরক্ষা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহীর রানিবাজারে এসকে ফুড ওয়ার্ল্ডের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে শিখা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার, রোড সেফটি ও স্কুল প্রোগ্রামের প্রতিনিধি, ব্লাস্ট ও দ্বীপ শিখা প্রকল্পের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন সাকিব আহমেদ।
গ্রুপ ওয়ার্ক, উপস্থাপনা ও অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণে কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ঝুঁকি ও সমস্যা চিহ্নিত করা হয়। বিশেষভাবে কর্মক্ষেত্র ও কমিউনিটিতে যৌন হয়রানি, সাইবার বুলিং, মানসিক ও শারীরিক নির্যাতন, নিপীড়ন এবং শোষণের মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এসব পরিস্থিতিতে কীভাবে ভুক্তভোগী ও অংশীজনদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সুরক্ষা–সংক্রান্ত আচরণবিধি, গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য আচরণ, সুরক্ষা নিশ্চিত করতে ব্র্যাকের ব্যবস্থাপনা কাঠামো, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক করণীয়, অভিযোগ গ্রহণ ও রিপোর্ট করার পদ্ধতি এবং কার্যকর বাস্তবায়নের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল অফিসার মিতা রানী সরকার, ফিল্ড কো-অর্ডিনেটর পঙ্কজ কুমার বিশ্বাস এবং ব্লাস্ট প্রকল্পের প্রতিনিধি সোমা হাসানসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা। নিরাপদ ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে অংশীজনদের সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।