টাঙ্গাইলের মধুপুরে গর্ভবর্তী নারীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ১১:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৬৭ Time View

মো: জাহিদ সরকার
স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে লে: কর্নেল অব: আসাদুল ইসলাম আজাদের সমর্থক গোষ্ঠীর আয়োজনে গর্ভবর্তী নারীদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী চাল, ডিম, তেল সাবান ও আর্থিক সহায়তা নিজ হাতে প্রদান করেন টাঙ্গাইল ১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ও মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, সাবেক অব: সার্জেন্ট মেহেদী, নুরুল আলম, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ সহ আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা।
লে: কর্নেল (অব:) আসাদুল ইসলাম আজাদ গর্ভবর্তী মায়েদের উদ্দেশ্যে বলেন আজকের এই ব্যতিক্রমী কাজ করার মুল কারন হচ্ছে নারীদের গর্ভে থাকা অবস্থায় তারা যদি পুষ্টির খাবার না পায় তাহলে গর্ভে থাকা সন্তানদের নিউরন (অর্থাৎ) ব্রেন টা ভালোভাবে তেরি হয় না, আর না হওয়ার ফলে সন্তানের ব্রেনটাও স্বাভাবিক হয় না। তিনি আরও বলেন আমি প্রত্যেকটা বক্তব্যে বলি আপনারা দেখেছেন এইবার এস,এস,সি, এইচ,এস সি পরীক্ষার রেজাল্ট কিন্তু একেবারেই খারাপ কারণ সন্তানরা মেধাবী না, এবার জিপিএ ফাইভ এর সংখ্যা খুবই কম।
তাই আমার আজকের এই ব্যতিক্রমী চিন্তার ধারার একটি কারণ সেটি হচ্ছে গর্ভবর্তী নারীরা যেন গর্ভাবস্থায় ভালো পুষ্টি জাতীয় খাবার খেতে পারে এবং গর্ভের সন্তানরা যেন সুস্থ সবল হয়ে জন্ম নিতে পারে।




















