রোগীর চাপ সামলাতে হিমশিম বান্দরবান সদর হাসপাতাল, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
- Update Time : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১০২ Time View

এলেক্স বড়ুয়া
বান্দরবান
মৌসুমি বায়ু ও ঋতু পরিবর্তনের প্রভাবে বান্দরবানে হঠাৎ করে বেড়ে গেছে জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বান্দরবান সদর হাসপাতাল। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, চিকিৎসা নিতে এসে রোগীরা এখন পড়ছেন ভয়াবহ অব্যবস্থাপনার মুখে।
হাসপাতালের ওয়ার্ডগুলোতে ঠাঁই নেই অবস্থা। যারা ভর্তি হতে পারছেন না, তাদের করিডর, বারান্দা এমনকি হাঁটার পথেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। অনেকে আবার হাসপাতালের বাইরে বসে কিংবা মেঝেতে রাত কাটাচ্ছেন। গরম, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়রা অভিযোগ করছেন, এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। একাধিক রোগীর স্বজন জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পরও বাড়ানো হয়নি চিকিৎসক বা নার্সদের সংখ্যা, নেই পর্যাপ্ত ওষুধ বা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে রোগীর সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রোগীর চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সবাইকে সেবা দিতে, তবে জনবল ও শয্যার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
জরুরি ভিত্তিতে হাসপাতালের অব্যবস্থা নিরসন ও মৌসুমি রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।




















