০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরের দুই ছাত্রদল নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১১৪ Time View

মেহেরাব হোসেন
স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।১৩ই অক্টোবর (সোমবার) রাত প্রায় ১১টার দিকে মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন যাত্রীছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ এবং পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয়। রোমান আহমেদ পূর্ব শামাইল মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং দুর্জয় বাহাদুরপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে শিবচরের পথে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান আহমেদ নিহত হন। গুরুতর আহত দুর্জয়কে দ্রুত ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিবচর ও আশপাশের এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি এক শোকবার্তায় নিহত দুই নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “রোমান ও দুর্জয় ছিলেন দলের নিবেদিত ও ত্যাগী কর্মী। তাদের মৃত্যু ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে নিহতদের মরদেহ শিবচরে আনা হলে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবচরের দুই ছাত্রদল নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

Update Time : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

মেহেরাব হোসেন
স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলার দুই ছাত্রদল নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।১৩ই অক্টোবর (সোমবার) রাত প্রায় ১১টার দিকে মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন যাত্রীছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ এবং পাচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয়। রোমান আহমেদ পূর্ব শামাইল মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং দুর্জয় বাহাদুরপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে শিবচরের পথে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমান আহমেদ নিহত হন। গুরুতর আহত দুর্জয়কে দ্রুত ঢাকায় নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিবচর ও আশপাশের এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি এক শোকবার্তায় নিহত দুই নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “রোমান ও দুর্জয় ছিলেন দলের নিবেদিত ও ত্যাগী কর্মী। তাদের মৃত্যু ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে নিহতদের মরদেহ শিবচরে আনা হলে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।