টাঙ্গাইলের মধুপুরে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে গনমিছিল অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১০ Time View

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষে
টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়।সোমবার (১০ নভেম্বর) বিকেলে মধুপুর সরকারি কলেজ মাঠ হতে এ মিছিলটি শুরু হয়।
মিছিল শুরুর আগে দুপুর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড হতে বিএনপি’র নেতা কর্মীরা মিছিল সহকারে কলেজ মাঠে সমবেত হতে থাকে। পুরো কলেজ মাঠ ও আশপাশ এলাকা হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে পরে বিকেল সাড়ে চারটার দিকে গণমিছিল বের হয়ে মধুপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী পিন্স,সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















